আমন্ত্রণ পেলেও শপথ নিতে রাজভবনে যাচ্ছেন না সায়ন্তিকা
আজকাল | ২৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আমন্ত্রণ পত্র পেলেও শপথ নিতে রাজভবনে যাচ্ছেন না বরানগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোমবার এমনটাই জানিয়েছেন তিনি। অন্যদিকে, ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার আমন্ত্রণপত্র পাননি বলে দাবি করেছেন। এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাল্টা চিঠি পাঠিয়েছেন সায়ন্তিকা। জানিয়েছেন, তিনি যখন বিধানসভার সদস্য সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করানো উচিত স্পিকারের।
এই বিষয়টা রাজ্যপালের আরও একবার ভেবে দেখা উচিত। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিও আক্রমণ করেছেন রাজ্যপালকে। তাঁর দাবি, রাজ্যপাল রীতি ভাঙছেন। উনি বিধানসভায় এসে বিধায়কদের শপথ বাক্য পাঠ করান তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিধানসভাকে কার্যত অন্ধকারে রেখে চিঠি পাঠানো হয়েছে জয়ী প্রার্থীদের। স্পিকারের তরফে রাজভবনে চিঠি পাঠানো হলেও কোনো উত্তর মেলেনি। সব মিলিয়ে ফের একবার তুঙ্গে রাজ্য রাজ্যপাল সংঘাত।