রাজ্যের সমস্ত পুরসভার মেয়র, চেয়ারম্যানদের নিয়ে নবান্নে বৈঠক মমতার...
আজকাল | ২৪ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচন শেষ হতেই ফের ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্য, আগামী বিধানসভা নির্বাচন। বছর দুয়েক সময় হাতে থাকলেও এখন থেকেই স্ট্র্যাটেজি গড়তে নেমে পড়েছেন তিনি। আর তার প্রথম ধাপে মমতার লক্ষ্য, রাজ্যের পুর এলাকাগুলিতে পরিসেবা আরও বাড়ানো। লোকসভা নির্বাচনে ভাল ফল করলেও শহরাঞ্চলে দাগ বসাতে পারেনি রাজ্যের শাসক দল। ঠিক কী কারণে পুর এলাকাগুলিতে তৃণমূল পিছিয়ে পড়েছে তা জানতে সোমবার নবান্নে বৈঠক ডেকেছেন মমতা।
উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানরা। ঝালদা এবং তাহেরপুর পুরসভার চেয়ারম্যানদের ডাকা হয়নি বলে জানা গিয়েছে। গত সপ্তাহে দুই দফায় নবান্নে বৈঠক করেন মমতা। গত মঙ্গলবার রাজ্যের সমস্ত মন্ত্রী, সচিব, পুলিশকর্তা, জেলাশাসক এবং গত বৃহস্পতিবার পুরনিগমগুলির মেয়র, বিভিন্ন দফতরের কর্তা ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেখানে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী সরকারি জমি বেদখল হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এদিন ফের বৈঠক ডাকা হয়েছে পুরসভার চেয়ারম্যানদের নিয়ে।