• ভোটের পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক ২৬ জুন
    আজকাল | ২৪ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটপর্ব মিটেছে। আদর্শ আচরণবিধি লাগু থাকায় এতদিন কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবায়নের কাজ করা যায়নি। তবে তার মেয়াদ শেষ হতেই রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভা। আগামী সপ্তাহে নবান্নে হবে বৈঠক। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। জানানো হয়েছে, ২৬ জুন দুপুর তিনটেয় সমস্ত দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । থাকবেন সমস্ত দপ্তরের সচিব ও আধিকারিকরাও। সকলকে বৈঠকে যোগ দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।

    মুখ্যসচিব বিপি গোপালিকার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার অর্থাৎ ২৬ জুন দুপুর তিনটে নাগাদ নবান্নের ১৪ তলায় মন্ত্রী পরিষদের ঘরে বৈঠক হবে। সেই বৈঠকে সব দপ্তরের মন্ত্রী তো বটেই, থাকবেন প্রতিমন্ত্রী, সচিব, আধিকারিক, ইঞ্জিনিয়ার, পুলিশ আধিকারিকরাও। গত ২০ জুন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। এটি হবে রাজ্য মন্ত্রিসভার ৫৬ তম বৈঠক। লোকসভা ভোট মিটে যাওয়ার পর এই বৈঠক থেকে রাজ্যের বিভিন্ন অসমাপ্ত কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নতুন কোনও প্রকল্প বা সিদ্ধান্ত গৃহীত হতে পারে মন্ত্রিসভার বৈঠকে।
  • Link to this news (আজকাল)