• ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব দেওয়া হোক রাজ্যকে, মোদীকে চিঠি মমতার
    এই সময় | ২৫ জুন ২০২৪
  • ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (NEET) নিট-এ অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন পড়ুয়ারা। নব নির্বাচিত এনডিএ সরকারের বিরুদ্ধে এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরাও। লোকসভা অধিবেশনের প্রথম দিনেই সেই প্রমাণ মিলেছে। এবার এই নিট পরীক্ষা বাতিল করে প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতেই দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি।ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ফের রাজ্যগুলির হাতে ক্ষমতা এবং দায়িত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লেখেন, ‘নিট-এর মাধ্যমে ডাক্তারিতে ভর্তির জন্য ক্ষেত্রে ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়েছে, এক্ষেত্রে কেবল ধনীদেরই সুযোগ করে দেওয়া হয়েছে। গরিব এবং মধ্যবিত্ত শ্রেণির মেধাবী পড়ুয়ারা এই ব্যবস্থার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ সেই কারণেই এই পরীক্ষা গ্রহণের বিষয়টি পূর্বের পদ্ধতি অনুযায়ী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডগুলির হাতে ছেড়ে দেওয়া হোক বলে দাবি তাঁর।

    মমতা জানান, ২০১৭ সালে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে মেডিক্যাল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চালানো হতো। সেই সময় এরকম ধরণের কোনও সমস্যা তৈরি হয়নি। সেই কারণে মেডিক্যালের পড়ুয়াদের বেছে নেওয়ার অধিকার রাজ্যের হাতেই থাকা উচিত বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, পুরনো পদ্ধতিতে ফিরে গেলে পরীক্ষা নিয়ে অচলাবস্থা কাটবে এবং পরীক্ষার্থীরা পুনরায় আত্মবিশ্বাস ফিরে পাবেন।

    উল্লেখ্য, ইতিমধ্যেই গোটা দেশ সরগরম হয়ে উঠেছে নিট পরীক্ষার অনিয়মের অভিযোগ নিয়ে। নিটে ৬৭ জন পরীক্ষার্থী ৭২০-তে ৭২০ পাওয়ার পর থেকেই এই বিতর্কের শুরু হয়। এর মাঝেই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। বহু প্রভাভশালী ব্যক্তি এই চক্রের পেছনে যুক্ত আছেন বলে নানা তথ্য উঠে আসতে শুরু করেছে। বিষয়টি নিয়ে নয়া এনডিএ সরকারের চাপ দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। এর মাঝেই শনিবারই নিট কেলেঙ্কারির তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের তরফে।
  • Link to this news (এই সময়)