• ধারাল অস্ত্র নিয়ে স্কুলে পড়ুয়া, কোপ বসাল সহপাঠীর গায়ে, শোরগোল তমলুকে
    এই সময় | ২৫ জুন ২০২৪
  • শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে এক স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল একটি পিস্তল। তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। এবার পূর্ব মেদিনীপুরের তমলুকে পড়ুয়ার ব্যাগ থেকে পাওয়া গেল ধারাল অস্ত্র। শুধু তাই নয়, সেই অস্ত্র দিয়ে কোপ বসানো হল অপর স্কুল পড়ুয়াকে। ঘটনায় বিক্ষোভ স্কুলে।ঘটনাটি ঘটেছে তমলুকে। পূর্ব মেদিনীপুরের তমলুকের চাঠরা কুঞ্জরানি বাণীভবন স্কুলে সার্জিক্যাল ব্লেড দিয়ে নবম শ্রেণির ছাত্রকে আঘাত করার অভিযোগ নবম শ্রেণির অপর সহপাঠীর বিরুদ্ধে। জানা গিয়েছে, স্কুল ব্যাগে লুকিয়ে সার্জিক্যাল ব্লেড নিয়ে আসে শেখ সোয়েল নামক এক ছাত্র। ক্লাসের মধ্যেই এর সহপাঠী দেবব্রত দণ্ডপাঠের সঙ্গে অভিযুক্ত ছাত্রের কথা কাটাকাটি হয়।

    এরই মধ্যে ওই ওই সার্জিক্যাল ব্লেড ব্যাগ থেকে বার করে দেবব্রত দণ্ডপাঠ নামক ওই ছাত্রের গলায় আঘাত করে সে, অভিযোগ এমনটাই। কোনওরকমে নিজেকে রক্ষা করে দেবব্রত। কিন্তু, তার চোয়ালের উপরে আঘাত লাগে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বরাত জোরে প্রাণে বাঁচে সে। তবে স্কুলের মধ্যে ধারাল অস্ত্র কী ভাবে এল? তা নিয়ে প্রশ্ন উঠছেই।

    এই ঘটনায় স্কুল চত্বরের সামনে তীব্র শোরগোল পড়ে যায়। বিক্ষোভে ফেটে পড়েন স্কুলের অভিভাবকরা। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভরত অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। তবে অভিযুক্ত ওই ছাত্রকে 'ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি' দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    এই নিয়ে সংবাদ মাধ্যমের তরফে একাধিক প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি স্কুলের প্রধান শিক্ষক। যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। উল্লেখ্য, গত শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের একটি স্কুলে ব্যাগে করে পিস্তল নিয়ে যায় এক ছাত্র। সেই স্কুলের গেটম্যানের দাবি, ওই পিস্তল দিয়ে ছাত্রটি তাকে ভয় দেখাচ্ছিল। বকাঝকার কারণেই এই কাণ্ড সে বাঁধিয়েছে বলে অভিযোগ ওঠে।

    ঘটনায় পুলিশ গ্রেফতার করে ওই ছাত্রটিকে। কোথা থেকে ওই পিস্তল সে পেল এবং কেন তা স্কুলের মধ্যে সে নিয়ে এসেছিল? তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। মুর্শিদাবাদের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তমলুকের স্কুলে পড়ুয়ার ব্যাগ থেকে সার্জিক্যাল ব্লেড উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।
  • Link to this news (এই সময়)