আজকাল ওয়েবডেস্ক: এলাকা দখলকে কেন্দ্র করে সামশেরগঞ্জে তুমুল বোমাবাজি, আহত তৃণমূল কর্মী। গ্রেপ্তার ৮।
তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে সোমবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার গাজিনগর–মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া গ্রাম। দুই গোষ্ঠীর বিবাদের সময় গ্রামে প্রচুর বোমাবাজি করা হয় বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মীর জালালুদ্দিন (৩৬) নামে এক যুবকের বোমার আঘাত লাগায় তাঁকে জঙ্গিপুর হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করে দেওয়া হয়েছে।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘গ্রামে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে সোমবার বিকেলে সামশেরগঞ্জের মালঞ্চ সিংপাড়া এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে গালাগালি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সেই সময় এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে লক্ষ্য করে ইট পাটকেল এবং পরে বোমা এবং গুলি চালায় বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, গাজিনগর–মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকা কার দখলে থাকবে তা নিয়ে গত বেশ কয়েকদিন ধরে সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের সঙ্গে তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের গোষ্ঠীর বিবাদ তুঙ্গে উঠেছে। গত ২১ তারিখে এই দুই গোষ্ঠীর লড়াইয়ে মহব্বতপুর গ্রামে নুর ইসলাম শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার উত্তপ্ত হয়ে উঠল গাজিনগর–মালঞ্চ গ্রাম পঞ্চায়েত।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির সময় তৃণমূল বিধায়ক অনুগামী মীর জালালউদ্দিন ওরফে ডাকু নামে এক তৃণমূল কর্মীর পায়ে বোমার আঘাত লাগে। গ্রামে উত্তেজনা থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।