মিল্টন সেন: পরপর ঘটছে সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা। আতঙ্কিত উত্তরপাড়ার ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের জে কে স্ট্রিট এলাকায় একাধিক সিসি ক্যামেরা চুরি হয়েছে। চুরি যাওয়া একাধিক ক্যামেরা লাগানো ছিল বিভিন্ন দোকানের সামনে। ক্যামেরা চুরির ঘটনার ছবি রেকর্ড হয়েছে সিসিটিভি ফুটেজে। দেখা গিয়েছে গভীর রাতে দুই যুবক বাইকে খুলে নিয়ে যাচ্ছে সিসিটিভি ক্যামেরা। দুজনেরই মাথায় হেলমেট, মুখে সাদা রুমাল। সম্প্রতি হাওড়া জেলার ডোমজুড় এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানে সিসি ক্যামেরা থাকায় ডাকাতির ঘটনা রেকর্ড হয়েছিল। উত্তরপাড়ার যে এলাকায় সিসি ক্যামেরা চুরি হয়েছে সেখানেও রয়েছে একাধিক সোনার দোকান।
সোমবার জে কে স্ট্রিট এলাকার সোনার দোকান মালিক মানিক পোদ্দার জানিয়েছেন, তাঁর দোকানের পাশের তিনটে দোকানের সিসিটিভি চুরি হয়েছে। পরপর সোনার দোকানে ডাকাতি হওয়ার খবর পেয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন তিনি। এলাকার আর এক বিজয় দাসের অভিযোগ, রাত আড়াইটে নাগাদ তাঁর দোকানের সিসিটিভি চুরি হয়েছে। তিনি দোকানের ফুটেজ পরীক্ষা করে দেখতে পেয়েছেন, গভীর রাতে দুটি ছেলে বাইক নিয়ে আসে তাঁর দোকানের সামনে। তাঁর দোকানের আগের একটি দোকানে থাকা সিসি ক্যামেরা খুলে নেয়। তাঁর দোকানেরও দুটো ক্যামেরা ভেঙে বের নেওয়া হয়। ঘটনায় উত্তরপাড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। নিছকই ক্যামেরা চুরি নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।