• অগ্নিসংযোগের ১০দিন পর খুলছে অ্যাক্রোপলিস
    আজকাল | ২৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১৪ জুন, শুক্রবার সকালে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকাই আগুন লাগে রুবির নিকটবর্তী শপিং মল অ্যাক্রোপলিসে। তারপর থেকেই বন্ধ ছিল বহুতল ওই শপিং মল। সেই ঘটনার ১০ দিন পর ফের খুলবে ওই মল, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাৎ ২৫ জুন থেকে ৬ থেকে ২১ তলা পর্যন্ত মলের সমস্ত অফিস এবং স্টোরগুলি খুলে যাবে। তৃতীয় তলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটায় আপাতত বন্ধ থাকছে বাকি তলাগুলি। কাজ চলছে সেখানে। ১৪ জুনের অগ্নিকাণ্ডের পর থেকেই মলের সমস্ত বৈদ্যুতিন পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে সোমবার শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট তলার জন্য বৈদ্যুতিন পরিষেবা ফিরে পেয়েছে তারা। পুনরায় মল খুলে যাওয়ার আগে লিফট সহ একাধিক বিষয় পরীক্ষা করা হয়েছে, পরিচ্ছন্ন করা হয়েছে এলাকা। নির্দিষ্ট তলাগুলিতে থাকা কোম্পানিগুলিকে সোমবার বিকেল ৫টার পর ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, শহরের বহুতল মলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল ব্যাপক হারে। ১৫টি দমকলের ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
  • Link to this news (আজকাল)