আজকাল ওয়েবডেস্ক: টেন্ডার নিয়ে দুর্নীতি এবং সেইসঙ্গে কাজের বিচারে পুরসভাগুলির ভূমিকা। সোমবার নবান্নের সভাঘরে পুর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম ধরে ধরে ভাল ও খারাপ পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন পুরসভার নাম করেন।
হাওড়া জেলার মধ্যে উলুবেড়িয়া হলেও পারফরম্যান্সের ভিত্তিতে হাওড়া পুরনিগম থেকে উলুবেড়িয়া পুরসভা এগিয়ে রয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, উলুবেড়িয়া মডেল পুরসভা হওয়া উচিত। এছাড়াও মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন বরানগর, বিধাননগর, কাঁথি, আলিপুরদুয়ার–সহ আরও বেশ কয়েকটি পুরসভার পরিষেবা নিয়ে।
এদিন যে ইস্যুগুলি নিয়ে মমতা পুরসভাগুলিকে নম্বর দিয়েছেন সেগুলি হল পানীয় জল, নিকাশি ও আবাসন।
পুর পরিষেবা নিয়ে এদিন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উদ্দেশে বলেন, পারফরম্যান্স রিভিউ হবে। অনেক ভদ্রতা দেখিয়েছি। পরিষ্কার ভাষায় উপস্থিত মন্ত্রী, আমলা, পুর চেয়ারম্যান ও বিধায়কদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ আমার বলার দিন। আপনারা শুনবেন।’
এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্য সরকারের অনুমতি না নিয়ে কোনও পুরসভা কর বাড়াতে পারবে না। এপ্রসঙ্গে কোচবিহার পুরসভার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘রবি ঘোষের ইচ্ছা হল আর কোচবিহারে কর বাড়িয়ে দিল। তুমি কে ভাই কর বাড়ানোর?’