দুদিন নিখোঁজ থাকার পর উদ্ধার তরুণীর মৃতদেহ, চাঞ্চল্য বারুইপুরে...
আজকাল | ২৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর এলাকার একটি জলাশয় থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। তার ভিত্তিতে ইতিমধ্যেই প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় অজয় মণ্ডল নামে এক যুবকের। তার বাড়ি বারুইপুরের মদনপুর এলাকায়। শুক্রবার রাত ৮টা নাগাদ প্রেমিকাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় অজয়। অভিযোগ, বেশ কয়েকজন মিলে তাঁকে ধর্ষণ করে। শুক্রবার থেকে তরুণীর কোনো খোঁজ মেলেনি। রবিবার সকালে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।