এর আগে গত বছর মার্চে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার এবং পাশাপাশি ভিলেজ পুলিশের ভলান্টিয়াদের বেতন বৃদ্ধি হয়। বাজেট অধিবেশনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন সে জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়াররা যা বেতন পেয়ে এসেছেন, তার থেকে এক হাজার টাকা বেশি করে পাবেন তাঁরা।
এ বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। জানানো হয় প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন। আগে সিভিক ভলান্টিয়াররা ২০০০ টাকা করে বোনাস পেতেন। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল। ২০২৩ সালের পুজোতেও সিভিক ভলান্টিয়াররা ওই বোনাস পেয়েছেন। চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হয়।