এ বার হাওড়া শাখার খড়্গপুর ডিভিশনে লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা। দক্ষিণ-পূর্ব রেল বিজ্ঞপ্তু দিয়ে জানিয়েছে, আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জন্য ব্যাঘাত ঘটবে রেল পরিষেবায়। সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইনে এই কাজ চলবে। সেই কারণে শতাধিক লোকাল বাতিল করা হয়েছে। এ ছাড়াও ৫০-এর বেশি এক্সপ্রেস ট্রেনও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে, ৭ এবং ৮ জুলাই নন-ইন্টারলকিং কাজ হবে আন্দুল স্টেশনে। তবে তার আগে আট দিন প্রাক্ নন-ইন্টারলকিং কাজ চলবে। আর সেই সময় বেশ কিছু লোকাল বাতিল থাকবে। জানানো হয়েছে, ২৯ জুন দু’টো, ৩০ জুন তিন জোড়া, ১ জুলাই ২৯টি, ২ জুলাই ১৬টি, ৪ জুলাই ১৬টি, ৫ জুলাই ২৩টি এবং ৬-৭ জুলাই ১৫০টি লোকাল বাতিল থাকবে।
এ ছাড়াও হাওড়া-দিঘা তাম্রলিপ্ত, হাওড়া-বারবিল জন শতাব্দী, ইস্পাত, কান্ডারি, ধৌলি, আরণ্যক, হাওড়া-পুরী শতাব্দী-সহ একাধিক এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও টানা ১০ দিন বাতিল থাকবে না এক্সপ্রেসগুলি। কোনও ট্রেন এক দিন, কোনও ট্রেন দু’-তিন দিন বাতিল করা হচ্ছে।
পাশাপাশি ১১টি এক্সপ্রেসের যাত্রাপথ বদল করা হয়েছে। সংক্ষিপ্তও করা হয়েছে কিছু ট্রেনের যাত্রাপথ। সেই তালিকায় রয়েছে হাওড়া-ভদ্রক এক্সপ্রেস। হাওড়ার পরিবর্তে খড়্গপুর থেকে এক্সপ্রেসটি ছাড়বে। এ ছাড়াও আদ্রা-হাওড়া, ভানজপুর-শালিমার এক্সপ্রেসেরও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। খড়্গপুর থেকে যাতায়াত করবে এক্সপ্রেসগুলি। কয়েকটি ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে ছাড়বে। হাওড়া-পুরী দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, নয়া দিল্লি-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে আন্দুল স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্যে।