রাজ্যপাল নন, স্পিকারের কাছে শপথ নিতে চান সায়ন্তিকা ও রেয়াত
এই সময় | ২৫ জুন ২০২৪
এই সময়: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক হিসেবে শপথ নিতে চান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন। রাজভবনে কাল, বুধবার তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথগ্রহণের অনুষ্ঠান হবে বলে বার্তা পাঠানো হলেও তাঁরা সেখানে গিয়ে শপথ নিতে রাজি নন। সোমবার বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে সায়ন্তিকা সাক্ষাৎ করেন।পরে বরাহনগরের জয়ী তৃণমূল প্রার্থী বলেন, ‘বিধানসভার সদস্য হিসেবে আমি চাই স্পিকার শপথগ্রহণ করান। রাজ্যপালকে চিঠি লিখে আমি সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণে অনুরোধ করেছি।’ ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেনের কাছে রাজভবন থেকে শপথগ্রহণের দিনক্ষণ নিয়ে বার্তা গেলেও সোমবার পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মেল যায়নি। এই পরিস্থিতিতে তৃণমূলের পরিষদীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী চলতে চাইছেন রেয়াত।
এই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস যদি বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান তাতে কোনও আপত্তি নেই বিমানের। তিনি এ দিন বলেন, ‘রাজ্যপাল যদি আগ্রহী হয়ে বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করিয়ে যান আমরা সব বন্দোবস্ত করে দেব।’ এই টানাপড়েন নিয়েই বিধানসভায় এ দিন জোড়াফুলের দুই জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম।
এই জটিলতার জন্য তিনি রাজভবনকে দায়ী করেন। ফিরহাদ বলেন, ‘আমি নিজে ২০০৯ সালে উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভার সদস্য হয়েছিলাম। উপনির্বাচনের ফল ঘোষিত হওয়ার আট-নয় দিন পরে তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিম শপথগ্রহণের দিন ধার্য করেন। বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলাম। এই রাজ্যপাল স্পিকারের অধিকার খর্ব করে কেন্দ্রীয় সরকারের ইশারায় কাজ করছেন।’
গত বছর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের পরে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ নিয়েও টানাপড়েন দেখা দিলে রাজভবনে নির্মলের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বোস।