• মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর পুলিশ
    এই সময় | ২৫ জুন ২০২৪
  • শহর কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় জবর দখল নিয়ে সোমবারই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। এরপরেই তৎপর পুলিশ প্রশাসন।মঙ্গলবার ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানা এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে হানা দেন পুলিশ প্রশাসনের কর্তারা। একের পর এক দোকানে গিয়ে দোকানের যে অংশ বেআইনিভাবে ফুটপাথের উপরে রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য সাফ নির্দেশ দেওয়া হয়। মূলত ফুটপাথ দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্যই দোকানের বেরিয়ে থাকা অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন পুলিশ প্রশাসনের কর্তারা।

    অভিযানের সময় দেখা যায়, কোনও দোকানের বাইরে ফুটপাথের উপরে বাঁশ পুতে করা হয়ে ছাউনি। কোথাও ক্রেতাদের জন্য পেতে রাখা হয়েছে বেঞ্চ। কোনও কোনও দোকানদারকে ফুটপাথের উপরে জলের ড্রাম বা গ্যাস সিলিন্ডার রেখে দিতেও দেখা যায়। সেই সমস্ত কিছুই অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দোকানদারকে প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ, এভাবে ফুটপাথ দখল করে রাখা যাবে না। এমনকী এই ধরনের অভিযান লাগাতার চলবে বলেও জানিয়ে দেন প্রশাসনিক আধিকারিকরা।

    এর আগে সোমবার রাতে সল্টলেক সেক্টর ফাইভেও ফুটপাত দখল করে ব্যবসা চালানো দোকানদারদের হুঁশিয়ারি দিতে দেখ যায় পুলিশকে। হঠাৎই পুলিশের এমন তৎপরতায় রীতিমতো অবাক দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকা ওই সমস্ত ব্যবসায়ীরা। এদিন সেক্টর ফাইভের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ইলেক্ট্রনিক্স কংপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা। কোথাও সম্পূর্ণ ফুটপাত দখল করে দোকান তো কোথাও আবার ফুটপাথে জমে থাকতে দেখা যায় নোংরা আবর্জনা। এমনকী রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে রান্নাবান্না, এমনকী চেয়ার টেবিল পেতে খাওয়াদাওয়া করতেও দেখা যায়।

    বেআইনিভাবে বসা সমস্ত ব্যবসায়ীদের পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়, কোনওভাবেই রাস্তার উপর জিনিসপত্র রেখে ব্যবসা করা যাবে না। যে সমস্ত হকারের ওই জায়গায় দোকান করার অনুমতি রয়েছে, সেই অনুমতির কপি দোকানের গায়ে ঝুলিয়ে রাখতে হবে, যাতে নতুন করে আর কেউ এসে ওই সমস্ত জায়গায় ব্যবসা করতে না পারে। পুলিশের তরফ থেকে মাঝেমধ্যেই এই ধরনের নজরদারি চালান হবে বলেও জানা গিয়েছে। আর নির্দেশ অমান্য করলে ওই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যদিকে কলকাতার গড়িয়াহাট, এসএসকেএম এলাকাতেও মঙ্গলবার ফুটপাথ দখল মুক্ত করতে অভিযান চালান হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
  • Link to this news (এই সময়)