এই সময়: জমা জল বেরনোর পাম্প ঠিকমতো না চললে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এক বরো চেয়ারম্যান। সোমবার কলকাতা পুরসভায় নিকাশি সংক্রান্ত বৈঠকে এক ইঞ্জিনিয়ারকে তিনি এই হুমকি দেন বলে অভিযোগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং।পুরসভা সূত্রের খবর, বৈঠক চলার সময়ে ১৫ নম্বর বরোর চেয়ারম্যান তথা ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জিত শীলের বলার পালা এলে তিনি বলেন, ‘দুটো পাম্পের একটা চলছিল, আর একটা বন্ধ ছিল কেন?’ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বলেন, ‘বন্ধ পাম্পের যন্ত্রাংশ খারাপ ছিল। তখনই সারানোর ব্যবস্থা করা হচ্ছিল।’
এরপরেই রঞ্জিত বলে ওঠেন,‘আপানাকে আমি সকাল ন’টায় ফোন করে জল জমার কথা জানিয়েছিলাম। আপনি এলেন দুপুর একটায়!’ পাল্টা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার তাঁকে জানান, খারাপ পাম্পটি সারিয়ে আনতে সময় লেগে যায়। এরপরেই রঞ্জিতকে বলতে শোনা যায়, ‘এবার এ রকম হলে পাম্প ভেঙে গুঁড়িয়ে আসব। সাবধান থাকবেন।’
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার তাঁকে পাম্পের প্রযুক্তিগত সমস্যার কথা বোঝানোর চেষ্টা করেন। তখন তারক সিং ওই ইঞ্জিনিয়ারকে বলেন, ‘এ সব কী শুনছি? পাম্প খারাপ বা ভালো হোক, আপানকেই নজর রাখতে হবে। দেরি বা কোনও গাফিলতি হলে বরদাস্ত করা হবে না।’ এ নিয়ে বৈঠকের শেষে ইঞ্জিনিয়ারদের একাংশ ক্ষুব্ধ হন। পাম্পের বরাতপ্রাপ্ত ঠিকাদারদের সঙ্গে কাউন্সিলারদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বর্ষার মরশুমে প্রত্যেক কাউন্সিলারকে ওয়ার্ডের ওয়াটার লগিং পয়েন্টে নজর রাখতে বলা হয়েছে।
তারক সিং কাউন্সিলরদের জানিয়ে দেন, ‘পাম্প সংক্রান্ত কোনও সমস্যা হলে সরাসরি ঠিকাদারদের ধরবেন।’ কোথায় পাম্প বসবে, কী ভাবে চলবে তা ঠিক করার জন্য কাউন্সিলারদের ঠিকাদারদের সঙ্গে সমন্বয় রক্ষার নির্দেশ দেওয়া হয়।