রাজ্যপালের কাছেই শপথ নিতে হবে সায়ন্তিকা-রায়াতকে, জানিয়ে দিল রাজভবন...
আজকাল | ২৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাজভবনেই শপথ নিতে হবে উপনির্বাচনে জয়ী বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল বিধায়ক রায়াত হোসেনকে। মঙ্গলবার দুই বিধায়ককে ইমেল পাঠিয়ে জানিয়ে দিল রাজভবন। জানা গিয়েছে, দুই জয়ী প্রার্থীকে বুধবার দুপুরে রাজভবনে এসে শপথ নিতে হবে। বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথের বিষয়ে শেষ কথা বলেন রাজ্যপালই। কিন্তু সাধারণত সেই অনুষ্ঠান হয়ে থাকে বিধানসভায়। উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে গত কয়েকদিন ধরেই দড়ি টানাটানি চলছে।
এর আগে বরানগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা জানান, আমন্ত্রণ পত্র পেলেও শপথ নিতে রাজভবনে যাচ্ছেন না তিনি। ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার আমন্ত্রণপত্র পাননি বলে দাবি করেন। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিও আক্রমণ করেন রাজ্যপালকে। তাঁর দাবি, রাজ্যপাল রীতি ভাঙছেন। উনি বিধানসভায় এসে বিধায়কদের শপথ বাক্য পাঠ করান তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিধানসভাকে কার্যত অন্ধকারে রেখে চিঠি পাঠানো হয়েছে জয়ী প্রার্থীদের। এদিন দুই জয়ী প্রার্থীকে চিঠি পাঠানোর পাশাপশি বিমান ব্যানার্জিকেও আক্রমণ করা হয়েছে রাজভবনের তরফে। জানানো হয়েছে, রাজ্যপাল এবং রাজভবনের ভূমিকাকে অবজ্ঞা করেছেন স্পিকার।