নিতাই দে, আগরতলা: বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণে উচ্চক্ষমতাসম্পন্ন তড়িৎবাহী (এস্ টি) লাইনের তারের ছোবলে মৃত্যু হয়েছে এক বন্য হাতির। জানা গেছে মাটি থেকে
প্রায় ৮ ফুট উচ্চতায় থাকা উচ্চক্ষমতাসম্পন্ন লাইনের সঙ্গে হাতির সুর লেগে মৃত্যু হয় এই বন্যা হাতির। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বন্য দপ্তরের কর্মী সহ বিদ্যুৎ নিগমের কর্মীরা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার সকালে ত্রিপুরার গোমতী জেলার অমরপুর–উদয়পুর সড়কের মাতরাঙ্গিবাড়ি এলাকার জঙ্গলে স্থানীয় মানুষ জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে গিয়ে দেখেতে পান একটি বন্য হাতি মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা খবর পাঠান বন্য দপ্তরের কর্মী সহ বিদ্যুৎ কর্মীদের। ঘটনাস্থলে মৃত বন্যা হাতিটিকে বনদপ্তরের পক্ষ থেকে ময়নাতদন্ত করে পরীক্ষা–নিরীক্ষার পর মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য বন প্রাণীএ সংরক্ষক আরকে শ্যামল।