• খাতায় কলমে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণে কমছে না গরম
    আজকাল | ২৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গে এখনও কমছে না গরম। যদিও দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

    অন্যদিকে, আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি অধরা। পয়লা জুন থেকে মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতির পরিমাণ স্বাভাবিকের ৭২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে কলকাতায়। আগামী কয়েকদিনে বৃষ্টি না হলে এই ঘাটতি মেটা সম্ভব নয়। একই অবস্থা হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগণায়। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বৃষ্টি হলেও মৌসুমী বায়ু দুর্বল থাকাতে এই পরিস্থিতি। 
  • Link to this news (আজকাল)