• চোর সন্দেহে আইনজীবীকে মার! বিনা চিকিৎসায় রাতভর পড়ে রইলেন হাসপাতাল চত্বরে
    প্রতিদিন | ২৫ জুন ২০২৪
  • শান্তনু কর, জলপাইগুড়ি: চিকিৎসা করাতে যাওয়াই কাল! হাসপাতাল চত্বরে চোর সন্দেহে আইনজীবীকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্তের দাবিতে সরব বার অ্যাসোসিয়েশন।

    জানা গিয়েছে, আক্রান্তের নাম অর্ক বন্দ্যোপাধ্যায়। তিনি পেশায় আইনজীবী। বাবা-মায়ের মৃত্যুর পর থেকে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসা করাতেই সোমবার রাতে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে আসেন আইনজীবী। অভিযোগ, চোর সন্দেহে হাসপাতাল চত্বরেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। পকেটে থাকা টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। মারধরের জেরে জখম হন তিনি। অভিযোগ, গোটা রাত আক্রান্ত অবস্থায় হাসপাতাল চত্বরেই পড়েছিলেন ওই আইনজীবী। কেউ কাছেও যায়নি।

    মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে আইনজীবীকে উদ্ধার করে। তাঁকে নিয়ে যাওয়া হয় সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনার নিন্দায় সরব হয়েছে জেলার আইনজীবী মহল। তদন্তের নির্দেশ দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মা। ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বার অ্যাসোসিয়েশন।
  • Link to this news (প্রতিদিন)