অ্যাক্রোপলিস-গার্স্টিন প্লেসের পর মেহতা বিল্ডিং, ফের অগ্নিকাণ্ড কলকাতায়
এই সময় | ২৫ জুন ২০২৪
ফের কলকাতায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার বিকেলে বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকায়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় আতঙ্ক। যদিও কী কারণে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। পার্ক স্ট্রিট, অ্যাক্রপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুন এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে রয়েছে একটি ওষুধের পাইকারি দোকান। বিল্ডিংয়ের ভেতর কেউ আটকে আছেন কিনা সেটা দেখা হচ্ছে। এমনিতেই এই এলাকাটি বেশ ঘিঞ্জি। বিকেলের ব্যস্ত সময় আগুন লাগায় তীব্র যানজট তৈরি হয়েছে রাস্তায়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
উল্লেখ্য, গত ১৫ দিনে কলকাতায় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত ১১ জুন ক্যামাক স্ট্রিটে একটি রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর ঠিক তিনদিন পরেই গত ১৪ জুন কসবার অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন লাগে। ‘হাইড্রোলিক ল্যাডার’ এনে আগুন নেভানোর কাজ করা হয়। মলের ভেতর বেশ কিছু লোকজন ছিলেন তাঁদের দ্রুত নামিয়ে আনার ব্যবস্থা করা হয়। হতাহতের কোনও খবর ছিল না। তিনদিন আগে গত ২২ জুন গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরমধ্যেই ফের এবার বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ের চার তলায় ওষুধ, রাসায়নিকের দোকান রয়েছে। একাধিক দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দমকল। আগুন লাগার পরেই ওই বিল্ডিংয়ের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে। বিল্ডিংয়ের নীচের দোকানগুলিও সব বন্ধ করে দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার তরুণ কুমার দত্ত জানান, আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে, কিছু জায়গায় পকেট ফায়ার থাকতে পারে। সেটাকেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে।