• হুগলিতে লাগাতার সিসিটিভি চুরি কেন? রহস্যের পর্দাফাঁস পুলিশের, গ্রেফতার ২
    এই সময় | ২৬ জুন ২০২৪
  • বেকারত্বের বড় জ্বালা। সাত-আট মাস ধরে হাতে কাজ নেই। আয়ের উৎস খুঁজতে অসৎ উপায়ে বেছে নিয়েছিল কয়েকজন যুবক। গৃহস্থের বাড়ি থেকে দামি জিনিস চুরির ঘটনা নতুন নয়। কিন্তু, কয়েকজন যুবক নতুন ফন্দী আটঁল। বিভিন্ন দোকানের বাইরের অংশে লাগানো সিসিটিভি চুরি করতে শুরু করল তারা। অবশেষে হুগলির উত্তরপাড়ায় সিসিটিভি চুরি কাণ্ডের পর্দাফাঁস। গ্রেফতার ২ যুবক।হুগলির উত্তরপাড়ার ১৯ নম্বর ওয়ার্ড জেকে স্ট্রিট এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি সিসি ক্যামেরা চুরি হয়। বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যান স্থানীয় ব্যবসায়ীরা। এলাকায় কয়েকটি সোনার দোকান রয়েছে। বড় কোনও দুষ্কৃতীমূলক কাণ্ডের আগেই কি এই সিসিটিভি চুরির ঘটনা? সন্দেহ দানা বাঁধে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও।

    সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই যুবক বাইক নিয়ে এসে ক্যামেরা খুলছে। হেলমেট পরা অবস্থায় দুজনে একের পর এক দোকানের ক্যামেরা খুলে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পরেই উত্তরপাড়া থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একদিনের মধ্যেই ২ জন গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। কাল তাদের শ্রীরামপুর আদালতে তোলা হবে।

    আজ, মঙ্গলবার উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। তিনি বলেন, ‘বেশকিছু ধরে উত্তরপাড়া থানা এলাকায় বেশ কিছু সিসিটিভি খোলার ঘটনা ঘটছে। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটছিল তা জানা ছিল না। তারপরে আমরা ৪ টি স্পেশাল টিম বানাই যারা রাতে প্রেট্রোলিং করে।’

    পুলিশের দাবি, উত্তরপাড়া পিসি পার্টির তৎপরতায় ২ জনকে সন্দেহভাজনভাবে তল্লাশি চালানো হয়। তখন একটি ব্যাগে ৪টি সিসিটিভি, ৪ বড়ো লাইট একটি স্ক্রু ড্রাইভার ও একটি কাটার উদ্ধার করা হয়। সেখানেই তাদের ২ জনকে আটক করা হয়। ধৃতদের নাম রথীন রায়, হরষিত চিতালিয়া।

    প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, এরা ৮-৯ মাস ধরে কোনও কাজের সঙ্গে যুক্ত ছিল না । এই ক্যামেরাগুলো খুলে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তারা বিক্রি করতো। খুব সাধারণ চুরির মতই এটা একটা চুরি বলে পুলিশের প্রাথমিক ধারণা। যদিও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এদের কোনও দুষ্কৃতীমূলক কাণ্ড ঘটানোর উদ্দেশ্য ছিল কিনা দেখা হচ্ছে। ।এদের সঙ্গে যদি আর কেউ থাকে সেই তদন্তও করা হচ্ছে। তবে সাধারণ মানুষকে আরো সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (এই সময়)