তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে 'খুন', অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
এই সময় | ২৬ জুন ২০২৪
তৃণমূল কর্মী খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। নিহত ওই তৃণমূল কর্মীর নাম সুরজ শেখ(২১)। ইট দিয়ে আঘাত করে ওই যুবককে খুন করা হয়ে বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে, সামশেরগঞ্জ থানার পুলিশ।মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকায় ইট পাটকেল ছুড়তে শুরু করে। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ইটের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরজ শেখ নামে ওই তৃণমূল কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সুরজকে দলীয় কর্মী বলে দাবি করে তৃণমূল। এমনকী এই ঘটনার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলেও অভিযোগ ঘাসফুল শিবিরের। তৃণমূল বিধায়ক আমিনুল ইসলাম বলেন, 'আমeদের দলীয় কর্মী সুরজ শেখকে কংগ্রেসের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে খুন করেছে।' পালটা সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ ইমাম শেখ বলেন, 'সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সংঘর্ষ। সব কিছুতেই রাজনৈতিক রঙ চড়ানো হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই।'
নিহতের এক আত্মীয় বলেন, 'সুরজ বাড়িতে বসেছিল। হঠাৎ ২০ থেকে ২৫ জন লাঠি, ইট পাটকেল নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে হামলা চালাতে শুরু করে। সুরজের বুকেও একটা ইট মারে। সঙ্গে সঙ্গে ও পড়ে যায়। আমার ওকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক দেখে বললেন মৃত্যু হয়েছে।' ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, 'একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের রেয়াত করা হবে না।'
এদিকে এদিনই মেদিনীপুরের খড়গপুরে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট অঞ্চলে। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম বি সন্তোষ কুমার। আহত অবস্থায় তাঁকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন দলীয় দফতরের পাশেই আরও কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে কথা বলছিলেন বি সন্তোষ কুমার। অভিযোগ, সেই সময় হঠাৎই একটি স্কুটারে মুখ ঢেকে ৩ দুষ্কৃতী এসে পরপর ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালায়। একটি গুলি সন্তোষ কুমারের পায়ে লাগে। তড়িঘড়ি ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই স্কুটারটি চিহ্নিত করা গিয়েথে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।