বর্ষা এলেও বৃষ্টির দেখা নেই, সপ্তাহান্তে ভারি বৃষ্টি হতে পারে ...
আজকাল | ২৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বেলায় চড়া রোদ, গলদঘর্ম দশা। বর্ষা এলেও বৃষ্টির দেখা নেই কোনও জেলাতেই। আগামিকাল, বুধবারেও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। আবহাওয়া বদলাতে পারে সপ্তাহান্তে। শুক্রবার, শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।বুধবার এই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সপ্তাহের শেষে ভারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে।
মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কম। আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে ভারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে প্রবল বৃষ্টির লাল সতর্কতা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।