আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে জঙ্গি যোগে গ্রেপ্তার আরও এক। ধৃত হারেজ শেখ নদিয়ার মায়াপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। জঙ্গি সংগঠন 'শাহাদাত' মডিউলের সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে এসটিএফ জানিয়েছে।
এর আগে এই মামলায় গত শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে এসটিএফের হাতে গ্রেপ্তার হয়েছে মহম্মদ হবিবুল্লা নামে এক কলেজ পড়ুয়া। তাকে জেরা করে হারেজের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এসটিএফের একটি সূত্র জানিয়েছে, ধৃত হারেজকে নিয়োগ করেছিল হবিবুল্লা। তাকে আজ দুর্গাপুর এসিজেএম আদালতে পেশ করা হবে। জেরার জন্য তাকে নিজেদের হেফাজতে চাইবে এসটিএফ।