আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক সঙ্গীত দিবস উপলক্ষে দশ দিনের সফরে কলকাতা এসেছিলেন বাংলাদেশের রোমিও ব্রাদার্স। তাঁদের সঙ্গে পরিবেশনায় সংযুক্ত হয়েছিলেন কলকাতার আবৃত্তিশিল্পী ও গীতিকার শুভদীপ চক্রবর্ত্তী। কবিতা আবৃত্তির সঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল, আধুনিক বাংলা গান সহ হিন্দি ও ইংরেজি গানের সমন্বয়, নির্মাণ করে এক অনন্য মেলবন্ধন। শহরের নানা মঞ্চে শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সকলকে। অনুষ্ঠানের এই সফর শুরু হয়েছিল বেহালা শরৎ সদনে চিদানন্দ ডান্স একাডেমির অনুষ্ঠানে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন প্রেক্ষাগৃহে মৃত্তিকা আয়োজনে সম্মাননা প্রদান করা হয় শিল্পীদের। এরপর প্রতিধ্বনি ও এই আমাদের গান শীর্ষক দুটি অনুষ্ঠানে গানে-কবিতার অসাধারণ যুগলবন্দী পরিবেশন করেন নয়ন, অরুপ ও শুভদীপ। আগামি দিনে তাঁদের কাজের মাধ্যমে দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ে এক নজির সৃষ্টি করতে চান বাংলাদেশের নয়ন ও অরুপ এবং কলকাতার শিল্পী শুভদীপ চক্রবর্ত্তী।