আজকাল ওয়েবডেস্ক: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে আগুন লাগে। দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে। ১৪ দিন চারবার অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। আগুনের জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ার ফলে গোটা এলাকার মানুষ ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আসেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।