পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরজ শেখ। ২৫ বছর বয়সি সুরজের পরিবারের অভিযোগ, কংগ্রেসের স্থানীয় কর্মীরা খুনের ঘটনায় যুক্ত। পরিবারের সদস্যদের দাবি, বিকেলে আচমকা তাঁদের ঘরে ঢুকে পড়ে কংগ্রেস আশ্রিত জনা কয়েক দুষ্কৃতী। তার আগে এলাকায় ঢুকেই ইট-পাটকেল ছুড়তে শুরু করেছিল। তাতে বেশ কয়েক জন আহত হন। সুরজকে লক্ষ্য করেও ইট ছোড়া হয়। একাধিক ইটের ঘায়ে রক্তাক্ত হন সুরজ। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মৃতকে তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করে শাসকদলের অভিযোগ, খুনের নেপথ্যে রয়েছে কংগ্রেস। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছে তারা। তৃণমূল বিধায়ক আমিনুল ইসলাম বলেন, ‘‘আমাদের দলীয় কর্মী সুরজ শেখকে কংগ্রেসের দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে খুন করেছে।’’ যদিও এই ঘটনার সঙ্গে তারা কোনও ভাবেই যুক্ত নয় বলে দাবি করেছে কংগ্রেস। শমসেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ ইমাম শেখ বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সংঘর্ষ হয়েছে। সব কিছুতেই রাজনৈতিক রঙ চড়ানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’’
ওই ঘটনার পর থেকে থমথমে রয়েছে শমসেরগঞ্জ থানার ওই গ্রাম। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘‘এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের রেয়াত করা হবে না।’’