• সাইবার প্রতারণা কী ভাবে এড়াবেন? প্রতারিত হলে কী করণীয়? জানাচ্ছে পুলিশ
    এই সময় | ২৬ জুন ২০২৪
  • কখনও ব্যাঙ্ক থেকে ভেরিফিকেশনের জন্য ফোন, কখনও আবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বলে ফোন করে হুঁশিয়ারি। আর সেই ফাঁদে পা দিলেই পড়তে হয় প্রতারকদের খপ্পরে। মাঝেমধ্যেই এই ধরনের নানা অভিযোগও দায়ের হচ্ছে রাজ্যের বিভিন্ন থানায়। এই পরিস্থিতিতে সাইবার অপরাধ কী ভাবে হয়, কী ভাবে সতর্ক থাকতে হবে, প্রতারিত হলে কী করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালগি, ডিসিপি ঈশানী পাল, অর্নব বিশ্বাস, এসিপি ইসরাত জাহান, সুমন চট্টোপাধ্যায়, জয়ন্ত দাসের মতো পুলিশ কর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের সাইবার বিশেষজ্ঞ অজয় গঙ্গোপাধ্যায়।এই সচেতনতা শিবিরে বিভিন্ন ধরনের সাইবার তথা অনলাইন প্রতারণার বিষয়ে সচেতন করা হয়। স্টক মার্কেটে এখন কী ভাবে প্রতারণা হচ্ছে, জিনিস কেনাবেচার অ্যাপ, হোটেল বুকিংয়ের নামেও চলছে প্রতারণা। ওটিপি না নিয়ে বিশেষ ফাইলের লিঙ্ক দিয়েও চলছে প্রতারণা। ভিডিয়ো কলে সেক্সটরশনের অভিযোগও আসছে বিস্তর। আর তাই অডিয়ো ভিস্যুয়াল মাধ্যমে প্রজেক্টরের সাহায্য সাইবার অপরাধ কী ভাবে হয় বা কী ভাবে এর থেকে সাবধান হওয়া যায়, সেই সমস্ত বিষয়ে বোঝান হয়।

    এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাভালগি বলেন, 'যাঁরা বয়স্ক মানুষ বিশেষ করে তাঁদের অনেক সময় দেখা যায় সাইবার অপরাধের শিকার হতে। ফেসবুক বা ভিডিয়ো কলের মাধ্যমে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়। কিছুদিন আগে এমনই একটি অভিযোগ এসেছিল আমাদের কাছে। এক বৃদ্ধ প্রতারণার শিকার হয়ে ১৪ লাখ টাকা দিয়ে দিয়েছিলেন। আরও টাকার চাপে আত্মহত্যা করেন তিনি। সেই ঘটনার তদন্তে আমরা রাজস্থান থেকে একটি গ্যাংকে গ্রেফতার করি। তারপর থেকে আর এই ধরনের অভিযোগ আসেনি।' পুলিশ কমিশনার আরও জানান, অনেকেই স্টক মার্কেটে বিনিয়োগ করেন। কিন্তু দেখা যায় সেবি অনুমোদিত ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াই সেগুলি করে থাকেন। আর তাই প্রতারিত হওয়ার আশঙ্কাও থাকে। সেই কারণেই মানুষকে সচেতন করা প্রয়োজন রয়েছে। আর তাই জন্যই এই সচেতনতা শিবিরের আয়োজন।

    এদিকে বিধাননগর পুলিশের সাইবার বিশেষজ্ঞ অজয় গঙ্গোপাধ্যায় বলেন, 'বিভিন্ন জায়গায় মোবাইল নম্বর দেওয়ার হয়। সেখান থেকে ডেটাবেস বিক্রি হয়। ফেসবুক বা সোশ্যাল সাইটে বন্ধু তাঁদেরই করা উচিত যাঁরা পরিচিত।' এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারও সঙ্গে বিশেষ বন্ধুত্ব না করার পরামর্শই দেন তিনি। পাশাপাশি নিজের ছবি শেয়ার করার ক্ষেত্রেও সচেতন হওয়ার বার্তা দেন অজয় গঙ্গোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)