• সাইবার প্রতারণার পর্দাফাঁস, বড়সড় সাফল্য মধ্যমগ্রাম থানার
    এই সময় | ২৬ জুন ২০২৪
  • প্রায়শই উঠছে সাইবার প্রতারণার অভিযোগ। শহর কলকাতা হোক বা রাজ্যের বিভিন্ন জেলা, মাঝেমধ্যেই এই ধরনের অভিযোগ উঠে আসছে। কেউ কেউ তো জীবনের শেষ সম্বলটুকুও প্রতারকদের ফাঁদে পা দিয়ে খুইয়ে ফেলেন। তবে অনেক ক্ষেত্রে আবার সটিক সময়ে পুলিশের দ্বারস্থ হলে খোয়া যাওয়া টাকা উদ্ধারও করা যায়। তার তেমনটাই আরও একবার প্রমাণিত হল মধ্যমগ্রাম থানার পুলিশের তৎপরতার। কয়েক মাস আগে খোয়া যাওয়া ১ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার হল মঙ্গলবার রাতে। আরও একজনের সদ্য খোয়া যাওয়া ৯ হাজার টাকাও উদ্ধার করল পুলিশ।জানা গিয়েছে, গত বছর পুজোর সময় একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাপ ব্যবহার করে প্রতারণার শিকার হন সুকান্ত পোদ্দার নামে এক ব্যক্তি। তাঁর চারটি অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় মোট ১ লাখ ৫২ হাজার ৮০০ টাকা। ২ হাজার ৮০০ টাকা আগেই ব্যঙ্কে রিফান্ড এসেছিল। কিন্তু বাকি অংশ আর ফেরৎ পাওয়া যাচ্ছিল না। অবশেষে মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকদের তৎপরতার পূর্ব মেদিনীপুরের এগরার এক ব্যক্তির অ্যাকাউন্ট সিজ করে উদ্ধার হয় ১ লাখ ৩৫ হাজার টাকা। গোটা টাকাটাই ছিল সুকান্ত পোদ্দারের। এই প্রতারণা সঙ্গে মহারাষ্ট্রের যোগ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে সাইবার প্রতারণার শিকার হয়ে ৯০০০ টাকা খোয়া যায় সুরজিৎ দে নামে আরও এক ব্যক্তির। মঙ্গলবার মধ্যমগ্রাম থানার তরফে প্রতারিতদের হাত ওই টাকা ফেরত দেওয়া হয়।

    জানা গিয়েছে, একটা সময় সব আশাই যখন ছেড়ে দিয়েছিলেন সাইবার প্রতারণার শিকার হওয়া মধ্যমগ্রামের এই বাসিন্দারা। সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যমগ্রাম থানার পুলিশের তৎপরতায় টাকা উদ্ধারের ঘটনা রীতিমতো আশ্বস্ত করেছে সাধারণ মানুষকে। এই ঘটনার প্রেক্ষিতে, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া বা অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেনের ক্ষেত্রে ইউজারদের আরও সতর্কতা অলম্বনের পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে আগামীদিনে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে দ্রুত থানা বা সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করার কথাও বলেন মধ্যমগ্রাম থানার আধিকারিকরা। টাকা ফেরত পেয়ে থানার আধিকারিকদের বিশেষ ধন্যবাদ জানান প্রতারিতরা।

    উল্লেখ্য, সাইবার প্রতারণা এড়াতে বারেবারেই মানুষকে সচেতন করা হয় পুলিশের পক্ষ থেকে। বিশেষত, কোনওভাবেই যাতে কোনও ধরনের পিন কোড বা পাসওয়ার্ড শেয়ার না করা হয়, সেই পরামর্শও বারংবার দেন পুলিশ আধিকারিকরা। আর এবার টাকও উদ্ধার করল পুলিশ।
  • Link to this news (এই সময়)