চ্যাম্পিয়নশিপের প্রথম দিন শ্রীলঙ্কার সিহান আর কে রত্ন কুমার এবং বাংলাদেশের টিএইচ তানজিম এক আলোচনাসভার মাধ্যমে সমস্ত প্রতিযোগীদের ক্যারাটের নানা কৌশল শেখান। দ্বিতীয় দিন প্রতিযোগীদের নিজেদের দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে এই ‘চ্যাম্পিয়নশিপ’ শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান অশোক চন্দ। প্রধান অতিথি ছিলেন সিহান আর কে রত্ন কুমার।
শেখ লালু তাঁর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এই প্রতিযোগিতার নেপথ্যের কথা। দেশে প্রথম এই কর্মকাণ্ড। শেষ তিন মাসে ভারতীয় প্রতিযোগীদের বিশেষ প্রশিক্ষণ দেন তিনি। তাঁর কথায়, “অনেকেই আর্থিক কারণে বা কোনও সংস্থার সঙ্গে ঠিক মতো চুক্তি না থাকার কারণে বিদেশে চ্যাম্পিয়নশিপ লড়তে যেতে পারে না। তাদের সুযোগ করে দিয়েছি আমরা।’’
ভারত থেকে এই প্রতিযোগীতায় অংশ নিয়েছিল দমদমের সৌমিল মুখোপাধ্যায়। তার কথায়, “বিদেশে না গিয়েও আমি বিদেশি প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তিনটি বিভাগে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছি। এই প্রতিযোগীতায় অংশ নিতে পেরে আমি খুব খুশি।”