আজকাল ওয়েবডেস্ক: বর্ধমানে রেললাইনের ধার থেকে উদ্ধার বিজেপি নেতার ক্ষতবিক্ষত দেহ। জানা গেছে, মঙ্গলবার রাত ১২ টা নাগাদ ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরোন পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের হীরাগাছির ঘোষপাড়ার বাসিন্দা সুভাষ কুমার দত্ত ওরফে বেলি (৪৪)। রাত ১ টা নাগাদ পরিবার জানতে পারে হীরাগাছি ৪৭ সি রেলগেটের কাছে পড়ে রয়েছে সুভাষের দেহ। পরিবারের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সুভাষের। সুভাষ বর্ধমান বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রসঙ্গত, রবিবার সকালে নলহাটি–চাতরা রেল স্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে প্রদীপ মাল নামে এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় খুনের অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।