• ‌তুমুল বৃষ্টিতে ফের ধস, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
    আজকাল | ২৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণে যেখানে বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে থাকতে হচ্ছে। উত্তরে সেখানে বৃষ্টি হয়েই চলেছে। টানা বৃষ্টির জেরে এবার ধস নামল দার্জিলিংয়ের লিকোভিডের কাছে। বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে শিলিগুড়ি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিকিম, কালিম্পং। আটকে পড়েছেন পর্যটকরা। টানা বৃষ্টি হচ্ছে সিকিমেও। এদিকে ধস নেমে জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। ঘুরপথে যেতে হচ্ছে সিকিম কিংবা কালিম্পং। এদিকে ভারী বৃষ্টিতে সিকিমে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় জলের তোড়ে রাস্তা ভাঙতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। টানা বৃষ্টির জেরে সিকিমের অন্যতম পর্যটনকেন্দ্র মেঙ্গলি, ইয়াংগাং, নামচি ক্ষতিগ্রস্ত হয়েছে। হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ সিকিমের নামচি জেলার বিস্তীর্ণ এলাকা। একাধিক রাস্তা ধসে অবরুদ্ধ। তার উপর উত্তরে বজ্রবিদ্যুত–সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 
  • Link to this news (আজকাল)