বাজারের ব্যাগের মধ্যে ভরে শিশু পাচারের অভিযোগ, বিরাটি স্টেশনে উত্তেজনা...
আজকাল | ২৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বুধবার সাতসকালে বাচ্চা চুরির সন্দেহে উত্তেজনা ছড়াল বিরাটি স্টেশনে। স্থানীয় এবং যাত্রীদের বিক্ষোভে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যাত্রীদের অভিযোগ, দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ট্রেনে বাজারের ব্যাগে ভরে একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন মহিলা যাত্রী। তা দেখেই বাকি যাত্রীদের সন্দেহ হয়। ওই মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির অভিযোগ তোলেন তাঁরা। বিরাটি স্টেশনে নেমে যাত্রীরা ওই মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেন। এর পাশাপাশি তদন্তের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েক জন রেল লাইনে নেমে বিক্ষোভ দেখান। যার ফলে ট্রেন চলাচল থমকে যায়। এর পর রেলপুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তারপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ঘটনার সূত্রপাত এদিন সকালে। অভিযুক্ত ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন। সঙ্গে ছিল বাজারের ব্যাগ। সেটি নড়াচড়া করছিল। অন্য যাত্রীদের সন্দেহ হওয়ায় তারা মহিলাকে জিজ্ঞাসা করেন ব্যাগে কী রয়েছে। প্রথমে অস্বীকার করলেও পরে দেখাতে বাধ্য হন তিনি। দেখা যায় বাজারের ব্যাগের মধ্যে কাপড় দিয়ে ঢাকা রয়েছে বছর খানেকের একটি শিশু। এর পরেই মহিলা কামরার অন্যান্য যাত্রীরা সরব হন। ট্রেন বিরাটি স্টেশনে ঢুকলে অভিযুক্ত মহিলা পালানোর চেষ্টা করেন। সেই সময় সহযাত্রীদের সঙ্গে ওই মহিলার ধস্তাধস্তি হয়। এর পরেই অভিযুক্ত এবং শিশুটিকে জিআরপির হাতে তুলে দেন যাত্রীরা। ওই মহিলা কোথা থেকে এই শিশুটিকে নিয়ে আসলেন এবং কোথায় যাচ্ছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।