আজকাল ওয়েবডেস্ক: সরকারি হাসপাতালে দালাল রাজ। দীর্ঘদিন ধরেই সক্রিয় এই চক্র। মোটা টাকার বিনিময়ে রোগী ভর্তি থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে এই দালালদের বিরুদ্ধে। এবার একসঙ্গে তল্লাশিতে নামল ভবানীপুর ও বউবাজার থানার পুলিশ। বুধবার এসএসকেএম ও মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ জনকে পাকড়াও করা হয়েছে। ভবানীপুর থানা এসএসকেএম চত্বর থেকে পাকড়াও করেছে শচীন সর্দার, বান্টি প্রসাদ এবং রাকেশ মল্লিককে। আর বউবাজার থানা মেডিক্যাল কলেজ চত্বর থেকে পাকড়াও করেছে কৃষ্ণ পণ্ডিত ও উৎপল দাসকে।
প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তৎপর হয় পুলিশ। অভিযানে নামে। পাকড়াও করা হয় পাঁচ জনকে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।