কয়লা কাণ্ডে গ্রেপ্তার আরও তিন, বুধবারই তোলা হবে আদালতে
আজকাল | ২৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের জালে আরও তিন। মঙ্গলবার নিজাম প্যালেসে টানা জিজ্ঞাসাবাদের পর রাতে গ্রেপ্তার করা হয়েছে ইসিএলের প্রাক্তন ডিএম–সহ ৩ জনকে। ধৃতদের মধ্যে আছেন ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর ও দুই কয়লা কারবারি। বুধবার ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোল সিবিআই বিশেষ আদালতে রওনা দেন সিবিআই আধিকারিকরা। এদিনই তাঁদের আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, গত মাসে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের কথা ছিল। কিন্তু ওই দিন তিনজন অনুপস্থিত থাকায় চার্জগঠন করা যায়নি। পরবর্তী শুনানির দিন প্রত্যেককে হাজির হতে বলা হয়েছে। কেউ অসুস্থ থাকলে তাঁকে অ্যাম্বুল্যান্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২ জুলাই চার্জ গঠনের সম্ভাবনা। তার আগেই গ্রেপ্তার হলেন আরও তিন জন।