• হুমকির মুখে 'গৃহবন্দি' মালিক, বন্ধ হবে ডি বাপি বিরিয়ানি? মুখ খুললেন কর্ণধার
    এই সময় | ২৬ জুন ২০২৪
  • দুষ্কৃতীদের হুমকির মুখে ডি বাপি বিরিয়ানির দোকানের কর্ণধার অনির্বাণ দাস। ২০ লাখ টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে তাঁকে। একইসঙ্গে দোকান থেকে বাড়ি পর্যন্ত বাইকে চেপে দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করেছে বলেও দাবি বিরিয়ানি ব্যবসায়ীর। এক্ষেত্রে নিজের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় অনির্বাণ।এই সময় ডিজিটালকে অনির্বাণ দাস বলেন, 'আমাদের সবক'টি আউট লেট খোলা রয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। বাড়ি থেকেই ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে। বাড়ির লোক বাইরে বের হতে দিচ্ছে না।' পরিস্থিতি এমনটা থাকলে আউটলেটগুলি বন্ধ রাখতে হতে পারে, এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। অনির্বাণের কথায়, 'এমন করে কী ভাবে ব্যবসা চালাব? মালিক যদি ব্যবসা করতে না পারে, দোকানদারি করতে না পারে, তাহলে ব্যবসা চালাবে কী করে? হয়ত আগামীদিনে দোকান বন্ধ করতেও হতে পারে!' এক্ষেত্রে দোকানগুলি যদি বন্ধ করতে হয়, তাহলে সেগুলিতে কাজ করা কর্মীদের ভবিষ্যৎ নিয়েও যথেষ্টই উদ্বিগ্ন অনির্বাণ দাস। তিনি বলেন, 'আমার ব্যবসার সঙ্গে ১৫০-২০০ কর্মী জড়িত। তাদের পেট কী ভাবে চলবে?'

    অনির্বাণ আরও জানান, যে সমস্ত বাইকগুলি তাঁকে ধাওয়া করেছিল, সেগুলিতে কোনওরকম নম্বর প্লেট ছিল না। সেক্ষেত্রে দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক গোটা বিষয়টি করছে বলেই দাবি তাঁর। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এনমকী পুলিশের কাছে নিরাপত্তার আবেদনও জানান হয়েছে। পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান বিরিয়ানির দোকানের কর্ণধার।

    উল্লেখ্য, গত সোমবার ব্যবসা সামলে রাত্রি সাড়ে বারোটা-একটা নাগাদ দোকান থেকে বাড়ি ফিরছিলেন অনির্বাণ। সেই সময় ২টি বাইকে মোট ৪ জন তাঁকে ধাওয়া করতে থাকে বলে দাবি। অন্যদিকে একাধিক নম্বর থেকে ফোন করে তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা তোলাও দাবি করা হয়। বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপ কল করে হুমকি ও তোলা চাওয়া হয়েছে বলে জানান তিনি। যার জেরে রীতিমতো আতঙ্কিত তিনি ও তাঁর গোটা পরিবার।

    এর আগে গত ২০২২ সালে ব্যারাকপুরের ডি বাপির একটি দোকানেও গুলি চলে। ব্যারাকপুর-বারাসাত রোডের ধারে ওই দোকানের সামনে দাঁড়িয়ে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় তিন দুষ্কৃতী। বাইকে চেপে এসে গুলি চালায় তারা। ঘটনায় আহত হন ২ জন। আর এবার হুমকি খোদ কর্ণধারকেই।
  • Link to this news (এই সময়)