• ফুটপাথ ‘সাফাই অভিযান’ চলল বুধেও, নামল বুলডোজারও, বিষ্যুদে নতুন সিধান্ত?
    এই সময় | ২৭ জুন ২০২৪
  • বুধবারও কলকাতার চিত্রটা ছিল একই। ‘মার ঝাড়ু মার’ মেজাজে চলল শহরের ফুটপাথ দখলমুক্তি অভিযান। বেহালা থেকে নিউ টাউন সর্বত্রই চলল বেআইনি হকার উচ্ছেদ। যদিও, কলকাতা পুরসভা এলাকায় হকার উচ্ছেদ নিয়ে আদালতের কড়া নির্দেশ ছিল আগেই। তবে, রুজি রুটি হারানো হকারদের নিয়ে কী নতুন কোনও সিদ্ধান্ত হবে? বৃহস্পতিবার ফের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।বুধবারও সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে দখল করে বসা দোকানদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ এবং পুরসভা। বাজেয়াপ্ত হয়েছে অনেক সামগ্রীও। এমনকি, বেহালায় উচ্ছেদ অভিযানে নামানো হয় বুলডোজারও। একাধিক জায়গায় বেআইনি ভাবে ফুটপাথ দখল করে থাকা হকারদের দ্রুত সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

    প্রসঙ্গত, বছর দুয়েক আগে শ্রীকান্ত দত্ত নামে এক আইনজীবীর করা জনস্বার্থ মামলায় কলকাতা পুরসভা এলাকায় বেআইনি দখলদারি ও হকারদের সরানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেআইনি দখলদারি ও হকারদের সরানোর নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা পুরসভার বেশ কিছু এলাকায় উচ্ছেদ অভিযানও চালানো হয়। গত বছর ডিসেম্বর মাসেও বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছিল কলকাতা পুরসভা। তবে,‌ কিছুদিন যেতে না যেতেই ফের একই চিত্র দেখা যায় নিউ মার্কেট থেকে গড়িয়াহাট সব জায়গাতেই।

    মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে এবার উঠে পড়ে লেগেছে রাজ্যের বেশিরভাগ পুরসভা। কলকাতা ছাড়াও রাজ্যের অন্যান্য পুরসভা এলাকাতেও দিনভর চলছে উচ্ছেদ অভিযান। কলকাতা, বিধাননগর থেকে আসানসোল, শিলিগুড়ি পুরনিগম— সব জায়গাতেই দখলমুক্তি অভিযান শুরু হয়েছে। সরকারি জমিতে তৈরি হওয়া অবৈধ নির্মাণও ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায়। উচ্ছেদ অভিযান প্রক্রিয়া সম্বন্ধে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ‘ সরকারি নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, ফুটপাথ দখল করে থাকা হকারদের অভিযান চলছে। এই ধরনের অভিযান যেমন চলছে, তেমন চলতে থাকবে।’

    তবে, ফুটপাথের দোকানগুলোতে রুজি-রুটি চলার কারণে ক্ষুব্ধ হচ্ছেন হকারদের একাংশ। ‘এরপর কী হবে?’ সেই ভাবনা জড়ো হচ্ছে হকারদের মনে। এর মধ্যেই বৃহস্পতিবার ফের বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, পুলিশকর্তা এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার বৈঠক করবেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখলদারি, সরকারি জমিতে অবৈধ নির্মাণ, হকারদের উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত রিপোর্ট নিতে পারেন তিনি। নতুন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলেও জানাচ্ছেন সরকারি মহলের একাংশ।
  • Link to this news (এই সময়)