• ১ জুলাই সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি ঘোষণা, বিজ্ঞপ্তি জারি নবান্নের
    এই সময় | ২৭ জুন ২০২৪
  • আগামী ১ জুলাই, সোমবার রাজ্যের সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটির ঘোষণা। বুধবার অর্ধদিবস ছুটির ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। আগামী ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিবস। প্রত্যেক বছর এই দিনটি রাজ্যে ‘ডক্টর দিবস’ হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষ্যেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , সোমবার দুপুর ২ টোর পর সমস্ত রাজ্যসরকারি অফিস বন্ধ হয়ে যাবে। তবে, কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস পুরো দিনই খোলা থাকবে।ছুটির এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। রবিবারের পরেই সোমবার সপ্তাহের শুরুর দিনেই একটি অর্ধদিবস পাচ্ছেন তাঁরা। স্বাভাবিকভাবেই, সোমবার বেশ খানিকটা আগেই বাড়ি ফেরার সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা। অনেকটা সময়েই পরিবার, পরিজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন তাঁরা।

    সরকারের তরফে প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে, ২০২৪ সালে মোট ৪৫ দিনের পূর্ণ দিবস ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মী, স্কুল কালজের ছাত্র- ছাত্রীর। রাজ্য সরকারের ২০২৪ -এর ছুটির তালিকা অনুযায়ী এ বছর পুজোর ছুটি শুরু হয়ে যাবে চতুর্থী থেকেই। ছুটি কাটিয়ে কাজ শুরু হবে ১৯ অক্টোবর থেকে। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা নয়া দুই সরকারি ছুটিও অন্তর্ভুক্ত হয়েছে ক্যালেন্ডারে।

    তবে, এই নির্ধারিত ছুটির পাশাপাশি অর্ধদিবস ছুটি থাকছে আগামী ১ জুলাই। জামাইষষ্ঠীর দিনেও অর্ধদিবস ছুটি পান সরকারি কর্মচারীরা। সেইমতো, অন্যান্য বছরেও ১ জুলাই বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে অর্ধ দিবস ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে। এবারেও সেই অর্ধ দিবস ছুটির কথা আগে থেকেই জানিয়ে দিল নবান্ন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই জুলাই মাসে আগামী ১৭ জুলাই মহরমের জন্যেও একটি ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। জুন-জুলাই মাস সরকারি ছুটির সংখ্যা কম থাকে। সেক্ষেত্রে, সোমবার এই অর্ধ দিবস ছুটি সরকারি কর্মচারীদের বাড়তি পাওনা বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)