টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস এই জেলাগুলিতে
এই সময় | ২৭ জুন ২০২৪
দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকাতেই প্রবেশ করেছে বর্ষা। অন্যদিকে বৃষ্টিতে কার্যত জনজীবন বিপর্যস্ত উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায়। জারি থাকছে কমলা সতর্কতা। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদায়। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি থাকছে এই সমস্ত জেলাগুলিতে।বৃহস্পতিবার ২৭ তারিখ থেকে শনিবার ২৯ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পঙে। এই সময়ের মধ্যে এই ৫ জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে। ৩০ তারিখ রবিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে হলুদ সতর্কতা জারি থাকবে ওই সমস্ত জেলায়। এদিকে এই বৃষ্টির জেরে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা থাকছে। একইসঙ্গে আরও বাড়তে পারে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর। পাশাপাশি শস্যের ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকছে
এদিকে দক্ষিণবঙ্গে এখনও কাঙ্খিত বৃষ্টি নামেনি। তবে আলিপুর আবহাওয়া দফতর বলথে, শুক্রবার থেকে বেশকিছুটা বেশি বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। তারপর শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত ভালোই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ একটানা বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গে। আর কখনও মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টির জেরে অনেকটাই কমতে পারে তাপমাত্রার পারদও।
উল্লেখ্য, ঝেঁপে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গের আমজনতা। কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টির সেভাবে দেখাই নেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। তবু আশা অনুযায়ী বৃষ্টির দেখা এখনও পর্যন্ত পায়নি দক্ষিণবঙ্গের মানুষ। বিচ্ছিন্ন ভাবে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় গত ৫ দিনে কিছুটা বেশি বৃষ্টি হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বুকে সেভাবে নেমে আসতে দেখা যায়নি স্বস্তির বারিধারা। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর বলছ, পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে দক্ষিণবঙ্গে ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি থাকবে। যদিও জুন মাসে ৬৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গ।