আজকাল ওয়েবডেস্ক: দেশি সুতলি বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হল দুই শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে মুর্শিদাবাদের লালগোলা থানার নসিপুর চাঁইপাড়া দিয়ার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আহত দুই নাবালকের নাম দিয়া মন্ডল (১১) এবং অর্ক মন্ডল (১০)। তারা দুজনে স্থানীয় একটি স্কুলের তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রী । গুরুতর আহত অবস্থায় দুই ছাত্রছাত্রীকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
আহতের এক আত্মীয় গৌতম মন্ডল বলেন, 'আজ বিকেলে অর্ক এবং দিয়া নিজেরদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়িতে খেলছিল। সেই সময় তারা বলের মতো কিছু একটি খুঁজে পায়। সেটিকে বল ভেবে খেলতে গিয়ে গেলে হঠাৎই প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে যায়। এই ঘটনায় দিয়া এবং অর্ক আহত হয়।' লালগোলা থানার এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্ত আমরা জানতে পেরেছি পরিত্যক্ত এই বাড়িটিতে একটি সুতলি বোমা ছিল। সেটিকে বল ভাবে খেলতে গিয়ে ওই দুই ছাত্রছাত্রী আহত হয়েছে। কিভাবে ওই বাড়িতে বোমা এল বা কারা রেখে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।