• বার অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ভুয়ো আইনজীবী ...
    আজকাল | ২৭ জুন ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: ফেসবুকে আইনজীবী স্ট্যাটাস দেওয়াই কাল হল। বার অ্যাসোসিয়েশন অভিযোগের ভিত্তিতে ভুয়ো আইনজীবীকে গ্রেপ্তার করল চন্দননগর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সাহিল সেখ। বাড়ি চন্দননগরের উদ্দিবাজার এলাকায়। তাকে চন্দননগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে মঙ্গলবার রাতে। বুধবার তাকে আদালতে পেশ করা হলে কোনও আইনজীবী তার মামলা করেননি। ফলে আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে ভুয়ো আইনজীবীর।

    সাদা জামা কালো প্যান্ট পরে প্রতিদিন সকাল হলেই সাহিলকে দেখা যেত আদালত চত্ত্বরে অথবা চন্দননগর ঘাটে। তার বিরুদ্ধে অভিযোগ, সে নিজের ফেসবুকে নিজেকে উকিলে পরিচয় দেয়। চন্দননগরে আদালতে আসা অনেককেই সে এই ভাবে পরিচয় দিতে থাকে। সম্প্রতি বিষয়টি চন্দননগর আদালতের বার এ্যাসোসিয়েশনের নজরে আসে। তার পরেই বার অ্যাসোসিয়েশন তরফে চন্দননগর থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ প্রথমে অভিযুক্ত সহিলকে আটক করে। জিজ্ঞাসাবাদ করায় যথাযত কাগজাপত্র না দেখাতে পারায় তাকে গ্রেপ্তার করে। বুধবার সকালে অভিযুক্তকে চন্দননগর আদালতের পেশ করা হয়।

    চন্দননগর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শৈলেন্দ্রনাথ পাল জানিয়েছেন, সম্প্রতি তাঁর সহকর্মীরা তাঁকে জানায় যে ফেসবুকে একজন জুনিয়ার ল'ইয়ার চন্দননগর কোর্ট লিখে প্রচার করছে, অথচ সে উকিল নয়। অভিযোগ পাওয়ার পর ফেসবুক খুলে তিনি দেখেন অভিযোগ সত্য। ছেলেটি উকিল বা মহুরি কিছুই নয়। তারপর দেরি না করে তিনি সাহিলকে ডেকে পাঠান চন্দননগর কোর্টে। সে প্রথমে ফেসবুকের অ্যাকাউন্টটা তার নয় বলে অস্বীকার করে। কিছুক্ষণ পরে বলে ওটা তার অ্যাকাউন্ট, এবং ভুল স্বীকার করে ক্ষমা চায়। শৈলেন্দ্র বাবু বলেন , কিছু জিনিসের ক্ষমা হয় না। তাই তিনি চন্দননগর থানার আইসির কাছে একটি লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ছেলেটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন তাকে কোর্টে তোলা হলে কোনও আইনজীবী তার হয়ে মামলা লড়েনি। তিনি বলেন, ছেলেটি আগে চন্দননগর কোর্টের একজন মুহুরির কাছে যাতায়াত করত। সেই মুহুরির মৃত্যুর পর থেকে ছেলেটি আর আসত না। কিছুদিন যাবৎ তাকে আবার কোর্টে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি দাবি করেছেন, শুধু হুগলি জেলা নয় হুগলি ছাড়াও নদিয়া, ব্যারাকপুর বিভিন্ন কোর্টে এই রকম ভূয়ো উকিল ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার।
  • Link to this news (আজকাল)