আজকাল ওয়েবডেস্ক: বুধবার, ২৬ জুন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে সাহিত্য আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্যসম্রাটের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার বঙ্কিমচন্দ্র ও ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের কাজ ও জীবনের উপর নতুন প্রদর্শনী কক্ষের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত পিনাকি রঞ্জন প্রধান। উপস্থিত ছিলেন, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী প্রমুখ। উপস্থিত সকলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত বঙ্গ দর্শন পত্রিকার ২২ তম সংস্করণ উন্মোচন করা হয়।