• শিশু বদলের অভিযোগ! উত্তাল চন্দননগর হাসপাতাল
    আজকাল | ২৭ জুন ২০২৪
  • মিল্টন সেন,হুগলি : শিশু বদলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত চন্দননগর। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে চন্দননগর মহকুমা হাসপাতালের আই সি ইউ বিভাগে। সকালে সাড়ে নটা নাগাদ এদিন প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসেন ঋতু রায় নামে এক প্রসূতি। পরিবারের সদস্যরা সঙ্গে ছিল, তাঁরা ওই প্রসূতিকে হাসপাতালে ভর্তি করে। ভর্তি হওয়ার পর বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন ঋতু। অভিযোগ, সদ্যজাত সন্তানের বাবা বিশ্বজিত রায়কে জানানো হয়ে পুত্র সন্তান হয়েছে, একইসঙ্গে পুত্র সন্তান দেখানো হয়। সেই অনুযায়ী স্বাক্ষরও করেন তিনি। বিভ্রান্তি ছড়ায় তার কিছুক্ষন পরেই। আবার বিশ্বজিত বাবুকে অন্য একটি কন্যা সন্তান নিয়ে এসে তাকে দেখিয়ে বলা হয় তার কন্যা সন্তান হয়েছে। বিশ্বজিত বাবুর অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা সন্তান বদল করেছে। এই ধরনের ভুল হয় কি করে। তিনি দাবি করেন, অবিলম্বে ডিএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ দিক হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও বিষয়টিকে যথেষ্ঠ গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন চন্দননগর হাসপাতালের সুপার ডাঃ সন্তু ঘোষ। তিনি বলেছেন, ঘটনা শোনার পর নার্সিং সুপার এর সঙ্গে তিনি কথা বলেছেন। এটা পরিষ্কার একটা সমস্যা হয়েছে। তবে আগামী দিনে যাতে এরকম ঘটনা কিছু না হয় সে বিষয়ে আশ্বস্থ করেছেন তিনি।
  • Link to this news (আজকাল)