• আমজনতার স্বার্থে চালু আরও ১১টি ভ্রাম্যমান সুফল বাংলা বিপণি ...
    আজকাল | ২৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বাজারে আগুন। আলু বিকোচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পিঁয়াজ ছুঁয়েছে কেজি প্রতি প্রায় ৪৫ টাকা। আদা-রসুনের দাম ২০০- র নিচে নামেনি বহুদিন যাবৎ। ঝাল বাড়িয়ে কাঁচালঙ্কাও পার করেছে সেঞ্চুরি। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়াল রাজ্য সরকার। ১১টি নতুন ভ্রাম্যমান সুফল বাংলা বিপণি চালু করল তারা। লেক মার্কেট, সল্টলেক, রাজারহাট-সহ বিভিন্ন এলাকায় চালু সুফল বাংলা। 

     প্রয়োজনে আরও বিপণি চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে। রাজ্যে ইতিমধ্যে ৪৬৮টি সুফল বাংলা স্টল রয়েছে। এবার তীব্র দাবদাহ এবং আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ক্ষতি হয়েছে চাষের। ফলে সবজির দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরেছে। সেই ছ্যাঁকা থেকে রেহাই দিতেই সুফল বাংলায় খোলা বাজারের তুলনায় অন্তত ১০-২০ শতাংশ কম দামে মিলছে সবজি।
  • Link to this news (আজকাল)