আজকাল ওয়েবডেস্ক: শপথ গ্রহণে জটিলতা। একপক্ষ বলছে ব্যবস্থা রয়েছে রাজভবনে, একপক্ষের দাবি শপথ গ্রহণ হবে বিধানসভায়। আর সেই টানাপোড়েনেই রয়েছে দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ। এই মুহূর্তে বিধানসভায় ধর্নায় বসেছেন বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা এবং রায়াত। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়, নয়না ব্যানার্জিও। এদিকে সায়ন্তিকারা যখন 'শপথের জন্য মাননীয় রাজ্যপালের আসার অপেক্ষায় রয়েছি' প্ল্যাকার্ড নিয়ে বসে, তখনই জানা গেল,রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুধবারেই যাচ্ছেন দিল্লি। রাজভবন সূত্রের খবর তেমনটাই।
দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা চলছেই। মঙ্গলবার রাজভবনের তরফে দুই বিধায়ককে ইমেল মারফত জানানো হয়, বুধবার দুপুরে রাজভবনে এসে শপথ নিতে হবে। ১২টা থেকে ১২.৩০টার মধ্যে রাজভবনে শপথগ্রহণ করতে হবে তাঁদের। এই বার্তা পাওয়ার পরেই বিধানসভার স্পিকারের সঙ্গে আলোচনায় বসেন দুই বিধায়ক। আলোচনা শেষে তাঁরা জানান, বুধবার ১২টা থেকে ৪টে পর্যন্ত বিধানসভায় তাঁরা অপেক্ষা করবেন। ওই সময়ের মধ্যেই বিধানসভায় রাজ্যপালের কাছে তাঁরা শপথ গ্রহণ করতে চান। তাঁদের আর্জি, 'আমাদের আবেদন একটু ভেবে দেখুন। আমাদের ইচ্ছা এখানে শপথ পড়ি। আপনি আসুন বিধানসভায়। আপনার কাছেই শপথ গ্রহণ করব।' তবে রাজভবন নিজেদের অবস্থান থেকে সরে না আসায়, বুধবার দুপুরে সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়াত হোসেন সরকার বিধানসভায় ধর্নায় বসেন।