এই সময়, শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় সরকারি জমি কেনাবেচার অভিযোগে স্থানীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং সিআইডির একটি টিম দেবাশিসকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৪(প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো নথি তৈরি), ৩৮৪(বলপ্রয়োগ), ৩০৭(খুনের চেষ্টা) ও ১২০ (বি) (ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়েছে।ব্লক সভাপতি ছাড়াও তিনি জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য। এ বার লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল রায়ের হয়ে তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল। যদিও ওই আসনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। তার মধ্যে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও প্রায় ৬৪ হাজার ভোটে পিছিয়ে পড়েন তৃণমূল প্রার্থী। ওই ঘটনায় দলের অন্দরে আলোচনা শুরু হয়।
গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নয় পুরসভাগুলিকে নিয়ে ডাকা বৈঠকে ডাবগ্রাম-ফুলবাড়িতে সক্রিয় জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার পাঘালুপাড়ার জনৈক বিমল রায় নিউ জলপাইগুড়ি থানায় দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন।
ওই অভিযোগের ভিত্তিতে সিআইডি এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রথমে নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যাওয়া হলেও দলের কর্মীদের ভিড় বাড়তে শুরু করায় তাঁকে শিলিগুড়ি থানায় আনা হয়। তবে সিআইডি কিংবা পুলিশ এই ব্যাপারে এখনও সরকারি ভাবে কিছু জানাননি। তবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাতে দেবাশিস প্রামাণিকের গ্রেপ্তার হওয়ার খবর সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেন।