রঘুনাথগঞ্জের গ্রামে বোমাবাজি, এলাকায় বিশাল পুলিশ বাহিনী
আজকাল | ২৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : বোমাবাজির ঘটনায় বুধবার সন্ধের পর উত্তপ্ত উঠল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের আহমেদপুর গ্রাম। অভিযোগ উঠেছে এলাকা পরিষ্কার করার কাজ বন্ধ হয়ে যাওয়াতে কিছু কংগ্রেস সমর্থক তার প্রতিবাদ করেন। এদিন সন্ধে নাগাদ তাঁদের বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান," এলাকায় অশান্তির খবর পাওয়ার পর রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী সেখানে গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।"
স্থানীয় সূত্রে খবর, এবারের লোকসভা নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কংগ্রেস প্রার্থী লিড পাওয়ার পর ওই গ্রামে সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত।
বুধবার দুপুরে কিছু গ্রামবাসী এলাকার নিকাশী-নালা পরিষ্কারের দাবি নিয়ে সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুর্তজা হোসেনের সঙ্গে দেখা করতে যান। কংগ্রেস সমর্থক ওই সমস্ত গ্রামবাসীদের দাবি- গ্রাম পঞ্চায়েত প্রধান তাদেরকে জানিয়ে দিয়েছেন আগামী দু'বছর গ্রামে কোনও সাফাইয়ের কাজ করা যাবে না। এর পরই গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়। তবে দুপুরে গন্ডগোল মিটে গেলেও সন্ধের পর পঞ্চায়েতের তৃণমূল সদস্য রহিম শেখের নেতৃত্বে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ওই গ্রামে গিয়ে বোমাবাজি করে বলে অভিযোগ।
যদিও বোমাবাজির ঘটনায় তৃণমূলের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। বোমাবাজির ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।