রাজ্যের বিভিন্ন জায়গাতেই বেআইনি পার্কিং গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এবার সেই বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে।' এই প্রসঙ্গে মমতা জানান, ইতিমধ্যেই আলিপুরে 'সম্পন্ন' (পার্কিং জোন) তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরে হাতিবাগান ও বেহালাতেও এই ধরনের পার্কিং জোন তৈরি করার বার্তা দেন তিনি।বেআইনি পার্কিং ভাঙার নির্দেশমমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন, 'বেআইনি পার্কিংগুলি ভেঙে দিতে হবে।' এক্ষেত্রে কলকাতায় কতগুলি বেআইনি পার্কিং জোন রয়েছে তা জনানোর জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে রাজারহাট, নিউটাউন, হাওড়া, আসানসোল ও দুর্গাপুরে কত বেআইনি পার্কিং রয়েছে তারও হিসেব চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'ওই জায়গাগুলি আইনি পার্কিং জোন তৈরি হওয়ার উপযুক্ত কি না তা জানতে হবে। যদি উপযুক্ত হয় তবে টেন্ডার করা হবে। কেন্দ্রীয়ভাবে হবে এই টেন্ডার। এটা মেয়র নিজে দেখবেন। দেখে রিপোর্ট দেবে। নিজেরা করে দেবে না। সিপিকে সঙ্গে রাখতে হবে। দেখে গোটা তালিকা ১৫ দিনের মধ্যে আমায় জমা দিতে হবে।'
আরও পার্কিং জোন তৈরির বার্তাএদিন বড়বাজার এলাকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'ফুটপাথের উপরেও গাড়ি পার্কিং হচ্ছে। স্পষ্ট বলে দিতে হবে, এটা কারও জমিদারি নয়। বেআইনি গাড়ি পার্কিং জোন ভেঙে দিয়ে, কোথায় কোথায় আইনিভাবে করা যায় সেটা দেখতে হবে। সম্পন্ন যে ভাবে হয়েছে, তেমন যদি আর ৫-৭টা হয়ে যায় তাহলে পার্কিংয়ের সমস্যাটা মিটে যাবে। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কোনও সমস্যা না থাকে, তাহলে আইনিভাবে আমরা পার্কিং জোন করে দেবেন। বেআইনিভাবে করে টাকা কামাতে দেব কেন?' একইসঙ্গে কাদের টাকা দিয়ে এই ধরনের বেআইনি পার্কিং তৈরি করা হয়েছে, সেই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
অতীতেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়উল্লেখ্য, এর আগেও বেআইনি পার্কিং নিয়ে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত বছর পোস্তা এলাকায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওই এলাকায় সমস্যার কথা তিনি জানেন। কেউ পার্কিং করলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।