রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশিরের একটি মন্তব্য নিয়ে মানহানির অভিযোগ তুলে মামলা করেছিলেন তৃণমূল নেতা কুণাল। চলতি বছরের জানুয়ারি মাসে শিশিরের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছিল কলকাতা নগর দায়রা আদালত। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শিশির। গত ফেব্রুয়ারি মাসে তাঁর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের বিচার স্থগিত করে দেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার তা আরও বৃদ্ধি পেল।
প্রসঙ্গত, শিশিরের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কুণালের অভিযোগের প্রেক্ষিতেই সংঘাতের সূত্রপাত। তৃণমূল নেতা প্রশ্ন তুলেছিলেন নির্বাচন কমিশনে ২০০৯ সালের লোকসভা ভোটে শিশিরের জমা দেওয়া হলফনামা নিয়ে। কুণালের দাবি, সেখানে শিশির তাঁর মোট সম্পত্তি ১০ লক্ষের বলে জানান। কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া ঘোষণাপত্রে তাঁর সম্পত্তির পরিমাণ ১০ কোটি টাকা বলে জানান। আবার ২০১৯ সালে কমিশনে নতুন জমা দেওয়া হলফনামায় দেখা যায় শিশিরের সম্পত্তি ৩ কোটির। কী করে এই ‘ওঠাপড়া’ চলল, তা নিয়ে তদন্ত দাবি করে কেন্দ্রকে চিঠি লেখেন কুণাল। অভিযোগ, এর পাল্টা কুণালকে ‘জেলখাটা আসামি’ বলে কটাক্ষ করেছিলেন শিশির।