বৃষ্টি উপেক্ষা করেই বিধানসভার বাইরে ধর্নায় সায়ন্তিকা-রায়াত
আজকাল | ২৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই প্রার্থী এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে তুঙ্গে সংঘাত। বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী প্রার্থী রায়াত হোসেনের শপথগ্রহণ ঘিরে স্নায়ুযুদ্ধ জারি রয়েছে। চিঠি চালাচালি হয়েছে একাধিকবার।
এরই মধ্যে বৃহস্পতিবার বিধানসভার বাইরে বি আর আম্বেদকর মূর্তির নিচে ধর্নায় বসলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন। রাজ্যপাল বর্তমানে দিল্লিতে। দুই জয়ী প্রার্থীর দাবি তাঁরা রাজ্যপালের জন্য বিধানসভাতেই অপেক্ষা করবেন। সিভি আনন্দ বোস না থাকলে শপথগ্রহণ নেওয়া সম্ভব নয়। আর শপথ নিতে দেরি হওয়ায় বিধিবদ্ধ কাজ শুরু করতে পারছেন না বলেই দাবি দুই প্রার্থীর।